জয় আদিদেবের জয়
জয় সুরেশ্বরের জয়,
জয় আদিদেবের জয়।
জয় আদিপুরুষের জয়,
জয় আদিদেবের জয়।
জয় মহেশ্বরের জয়,
জয় আদিদেবের জয়।
জয় কঙ্কালমালীর জয়,
জয় আদিদেবের জয়।
জয় নীলকন্ঠের জয়,
জয় আদিদেবের জয়।
জয় একনাথের জয়,
জয় আদিদেবের জয়।
—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৪/১/২০২৫