Sahityapedia
Sign in
Home
Your Posts
QuoteWriter
Account
2 Nov 2024 · 1 min read

জয় হনুমান জয় হনুমান

জয় হনুমান জয় হনুমান
জয় পবনপুত্র জয় পবনপুত্র।
জয় রামভক্ত জয় রামভক্ত
জয় রামদূত জয় রামদূত।

তোমার শ্রীচরণে জানাই মোরা প্রণাম
তোমার শ্রীচরণে জানাই মোরা প্রেম।
তুমি মোদের ভালোবাসার দেবতা
তুমি মোদের বিপদকালে রক্ষাকর্তা।

জয় হনুমান জয় হনুমান
জয় পবননন্দন জয় পবননন্দন।
জয় আঞ্জনেয় জয় আঞ্জনেয়
জয় পাবনি জয় পাবনি।

তোমার প্রতি অগাধ ভক্তি যাদের রয়েছে
তুমি তাদের ভালোবাসো তুমি তাদের খেয়াল রাখো।
তোমার নাম-গানে যারা শুধু মেতে থাকে
তুমি তাদের ভালো রাখো তুমি তাদের সুস্থ রাখো।

জয় হনুমান জয় হনুমান
জয় অঞ্জনানন্দন জয় অঞ্জনানন্দন।
জয় মহাবীর জয় মহাবীর
জয় মারুতি জয় মারুতি।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১/১১/২০২৪

Loading...