তুমি নেই
জানো???
পৃথিবীটা হঠাৎ করে অনেক বড় হয়ে গেছে
কারণ তুমি নেই,
তাপরেও তোমাকে খুঁজি… প্রতিটি মুহূর্তে
সূর্যের প্রথম আলোয়
দূর্বাঘাসে জমে থাকা শিশির বিন্দুর মাঝে
কৃষ্ণচূড়ার নীচে
সূর্যের বিপরীত ওঠা রঙধনুতে
ডাইরির প্রতিটি পাতায় পাতায়
পুরনো চিঠির প্রত্যেক শব্দে শব্দে
কোথাও তুমি নেই…..
কোথাও তোমার অস্তিত্ব নেই
তোমার শুন্যতার সুযোগে যেন পৃথিবীটা আরও নিষ্ঠুর হয়ে গেছে
প্রতিটি মুহূর্তে মনে করিয়ে দিচ্ছে যে, আমি একা, অনেক একা
তোমাকে ছাড়া…….
এখন দিনগুলো শতবর্ষের মতো মনে হয়
সময় চলছে যেন ছড়ি হীন অন্ধের পথ চলার মত করে
আর ঘুম????
ঘুম যেন আজ স্বপ্নের ভয়ে আঁতকে ওঠে
ইচ্ছাগুলোর মৃত্যু হয়েছে তোমার মৃত্যুর সাথেই
অপেক্ষার শিকলে বন্দী হয়ে গেছি আমি
অন্ধকার আজ ঘিরে ধরেছে আমায়
আশা যেন প্রতিটি নিঃশ্বাসের মুল্য চুকচ্ছে
আর আমি এই দেহের ভার বয়ে চলছি
তুমি সাথে ছিলে তো সবকিছু কত সহজ ছিলো
দিনগুলো এক মুহূর্তে কেটে যেত
গোধূলি লালিমার রক্তিম রঙে সাজত
মুক্ত পাখিরা উল্লাসে নীড়ে ফিরে যেত
প্রতিদিন নতুন নতুন স্বপ্নের জন্ম হত
যা পূরণের করার ইচ্ছা বিভোর হত
তারপর একদিন মৃত্যু তোমাকে সাথে নিয়ে গেল
আর আমার হাতে এঁকে দিয়ে গেল অপেক্ষার রেখা
আর আজ….
রিক্ত হাত
ভেজা চোখ
নীরব দীর্ঘশ্বাস
আর কিছু নেই…..
তুমি বলতে “পৃথিবীটা আমার হাতে”
কারণ তোমার পৃথিবীটাই আমি ছিলাম
কিন্তু আমার পৃথিবীটা যে আজ শূন্য
কারণ একা হয়ে গেলে পৃথিবীটা অনেক বড় হয়ে যায়
অনেক বড়…….
কূলকিনারাহীন,গন্তব্যহিন
যেন উত্তাল সাগরে দাঁড়হীন ডিঙি নৌকার ভেসে বেড়ানো।