কবিতা : জ্ঞানদায়িনী, রচয়িতা : সোহম দে প্রয়াস।

বিদ্যাদায়িনী, মাতা সরস্বতী।
অজ্ঞানতানাশিনী, দেবী ভারতী।
তিনি শতরূপা, শুভ্রবসনধারিনী।
গৌরবর্ণা দেবী, রসনাগ্রে বাসিনী।
অধিষ্ঠিতা তিনি শ্বেত পদ্মাসনে।
জ্ঞানের প্রদীপ জ্বালেন ত্রিভুবনে।
দেবীর কন্ঠে শোভিত মতিহার।
পদে অগণিত পুস্তকের সমাহার।
রত্নখচিত মুকুট দীপ্যমান মায়ের শিরে।
বিচরণ করেন তিনি সুদৃশ্য অটবীরে।
বাহনরূপে গ্রহণ ক’রেছেন রাজহংসরে।
বীণাযন্ত্র ধারণ ক’রেছেন নিজ করে।
শিবের বরে হ’লেন তিনি নারী শ্রেষ্ঠা।
অখিলে করিলেন শুদ্ধাচার প্রতিষ্ঠা।
নষ্ট করেন তিনি কুশিক্ষার নাগপাশ।
অমনিশায় করেন জ্যোতির প্রকাশ।
জগৎ হ’তে অবিদ্যারে করেন তিনি দূর।
মহানন্দে ছড়ায়ে দেন জ্ঞানবীণার সুর।