পাতা তুই সরে দাঁড়া
পাতা তোর তলপেটে অশোকের ছায়া
তুই সরে দাঁড়া
তোর বুকে অশোকের পাতা গলে
ছুঁয়ে পড়া চাঁদের কিরণ।
তুই ফিরে যা তো৷
শুন-শান নীরবতা ভেঙেছে শরীর
সার্চ লাইটের আলো ফেলে
মেলা দূর থেকে ছুটে আসা
অনল পথিক আমি
অশোকের ছায়া দেখে বড় লোভ হয়।
মনে হয় ডুবে মরা ঢের ভালো
অমন জ্যোৎস্নায়
পাতা তুই সরে দাঁড়া
তোর তলপেটে অশোকের ছায়া
তোর বুকে অশোকের পাতা গলে
ছুঁয়ে পড়া চাঁদের কিরণ।