ঝড় বসন্তের কবিতা
পঁচিশ বসন্ত কেটে গ্যাছে
আরো কয়েক বছর আগেই
বড় অসময়ে
কোকিলের ডাক শুনে ফিরে তাকাতেই দেখি-
জানালায় চমকায় কিশোরী মুখ
চোখে তার রোদেলা ঝিলিক
হায় সময়!
প্রতীক্ষার প্রহর গুনে
কখন চলে গ্যাছে
এখন
হৃদয় করিডোরে হঠাৎ নড়ে ওঠে কড়া
মৌন দেবদারুর বনে বাতাসের শিহরণ
এই বয়সে……..
ধ্যাত
ফ্যাকাসে মুখ তুলে
আকাশের দিকে তাকাতেই ভাবি
নারীত্ব ছুঁয়েছে তোমার
বুনো ফড়িংয়ের কটা চোখ