জয় শিবের জয়
জয় আদিদেবের জয়,
জয় শিবের জয়।
জয় বিষমাক্ষের জয়,
জয় শিবের জয়।
জয় কপর্দীর জয়,
জয় শিবের জয়।
জয় রুদ্রের জয়,
জয় শিবের জয়।
জয় বীরভদ্রের জয়,
জয় শিবের জয়।
জয় ভবেশের জয়,
জয় শিবের জয়।
জয় ভূতেশের জয়,
জয় শিবের জয়।
জয় শম্ভুর জয়,
জয় শিবের জয়।
জয় পরমেশ্বরের জয়,
জয় শিবের জয়।
জয় আশুতোষের জয়,
জয় শিবের জয়।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৩/১/২০২৫