বন্দী যে তুই আমার বুকে
“বন্দি যে তুই আমার বুকে ”
—————————————-
পীযূষ কান্তি দাস
—————————————-
যখন তখন বায়না ধরিস
একটি আকাশ চাই ,
কিন্তু তোর ওই চোখের মাপে
আকাশ কোথায় পাই ?
চাহিদা তোর আকাশ জুড়ে
মিষ্টি রোদের বান,
পাখনা মেলে উড়বি সেথায়
গাইবি খুশির গান ।
কিন্তু আকাশ পেলে যে তুই
চাইবি হতে পাখি,
দূর আকাশে উড়াল দিবি
আমায় দিয়ে ফাঁকি ।
দেবো না রে আকাশ তোকে
তুই যে পরাণপাখি ,
তাইতো তোকে বুকের ভিতর
বন্দি করেই রাখি ॥