নেকড়ের চোখে
মূল শুদ্ধ উপড়ে ফেলো
আগাছা শত্ৰু ফসলের
পরগাছা দমিয়ে রাখে
বৃক্ষের বাড়।
সাহসী প্রচেষ্টা ঝাঁকুনি প্রচণ্ড
উলটে পালটে সাজাও নতুন করে
সত্যের ভূগোল আঁকো
যথার্থ বিন্যাসে।
শিরদাঁড়ায় অন্ধকার লুকিয়ে
নিষ্প্রভ রাতে শৈশব খুঁজি
স্ত্রীর শরীর ঘেঁটে;
কুড়োতে চাই আকাঙ্ক্ষার সৌরভ
ক্লান্তি নামে
আপন অস্তিত্ব ভাবনায়।
জীবনটা নিরেট গদ্য হয়ে
থমকে যায়
নেকড়ের চোখ
খুলিতে বুলেটের গর্ত দেখেও
বিভ্রম কাটে না।
দাঁত ও নখরে ছুঁয়োয় শহীদের রক্ত
বুকে হাঁটে লোলুপ লালসা।
অতএব সাবধান!
সময় থাকতেই উপড়ে ফেলো উটকো জঞ্জাল।