নিদান
“নিদান”
– – – – – – – – – – – – – – — – – – –
পীযূষ কান্তি দাস
– – – – – – – – – – – – – – – – – – –
রামকমলের বাড়লো সুগার ছুঁলো চারশো দশ ,
গেলে ওষুধ দেদার তবু রোগ মানেনা বশ।
রাতেরবেলায় বারে বারে বাথরুম যাওয়ার ধুম,
মেজাজটি তাঁর তিরিক্ষী রয় না হওয়াতে ঘুম।
দিনেরবেলায় শুধুই ঝিমোয় দোকানঘরে বসে ,
পিঁপড়েতে খায় লাভের গুড় দোকান চলে ‘লসে’॥
শহর থেকে দুদিন আগে এসেছে তার দাদা ,
সব শুনে সে বললে হেসে “শোন রে বোকা গাধা –
গাদা গাদা ওষুধ খেলেই সুগার কমে না রে,
তার সাথে ওই সকালবেলায় হাঁটতেও তুই যা রে ।
ঘাম ঝরানো হাঁটা যদি হাঁটিস একটি ঘন্টা,
অনেক বিমার কমেই যাবে থাকবে ভালো মনটা ।
হাঁটার সাথে জিভে একটু লাগাম লাগা ভাই ,
সঠিক ওষুধ তার সাথে খা বলবে সুগার যাই” ॥