তবুও উঠুক সময়ের চাঁদ
পড়শীর বাড়ীতে কাল উঠেছিলো চাঁদ
রাতকানা আমি তা দেখি নাই ফিরে
জনম জনমের জ্যোৎস্না বুঝি তাই দিয়ে যায় অভিশাপ
ক্রমে আঙিনায় বেড়ে ওঠে হায় উঁইপোকার ঢিবি।
যতটা বৈরী বাতাসে অ্যামিবারা হয়ে যায় স্পোর
যতটা প্রখরতায় গলে যায় রাস্তার কালো পিচ
তার চেয়ে কি গভীর টানে ছুঁয়েছে হৃদয়?
বঝি নাই কখন এসে দোলা দিয়ে গেছে গোপন বাতাস।
খননের কতটা গভীরতায় গেলে একজন পেয়ে যায় মূল্যবান আকরিক
আমি তার খবর ক্ষীণা
বোধের কতটা তীব্রতায় একজন পড়ে ফেলে বাতাসের গোপন মেসেজ
আমি তার কিছুই জানি না
শুধু বুঝি
এসব সাজানো দেয়াল রেখেছে আড়াল করে
আমার রংয়ের আকাশ ৷
তবুও উঠুক সময়ের চাঁদ
কেউ না কেউ তো পাবে তার স্বাদ ৷