জীবন সন্ধ্যার গোধূলি বেলাতে
জীবন সন্ধ্যার গোধূলি বেলাতে জীবন মূল্য শূন্য হয় গেল ।
জীবন যাপনের প্রেরনা হাওয়ায় বিলীন হল। জীবন সন্ধ্যার …
ভালোবাসা, প্রেম, আদর, সম্মান ,
দুঃখ, বিলাপ, ক্রোধ, লোভ ,
মোরুস্থলের মারিচিকার মতন
পৃথ্বী ও ক্ষিতিজের মঝে হারিয়ে গল।
ভূত ভবিষ্যৎ হঠাৎ, বর্তমান হয় ;
শূণ্য বিন্দুতে স্থির হল ;
না দিন , না রাত
না ভোর, না সন্ধ্যা;
না গতি, না সময়, কিছুই নাই ।
নির্বিকার অনন্ত আকাশের শূণ্যতাতে,
নিরূদ্যেশ, অস্থির মন ও প্রাণ;
শূণ্য পথে গমন ।
ইতি ওঁ শান্তি ওঁ শান্তি ওঁ শান্তি
অনন্ত অজ্ঞাত অন্তহীন
ব্রহ্মাণ্ডের , আশ্চর্য, অলৌকিক ;
গতি ও প্রাকশ,আত্ম কে ছোয়াতে ,
অন্ধকার মন ও প্রাণ হঠাৎ;
আলোয় আলো হলো ।
দিব্য প্রকাশ ছোয়াতে ভ্রান্তি বিলয় হল ।
জীবন মূল্য শোধ হয়ে – বোধ হল।
ওঁ শান্তি ওঁ শান্তি ওঁ শান্তি