জীবন কারোর সোজা নয় , আঁকা বা বাঁকা নয় ,
জীবন কারোর সোজা নয় ,
আঁকা বা বাঁকা নয় ,
**********************
জীবন কারোর সোজা নয় ,
আঁকা বা বাঁকা নয়
নিজস্ব মহিমায় সে আসে,
জন্ম , বিবাহ , মৃত্যু
চকিতে চমকিতে, নিজের প্রবাহে ভাসে
তার মানে নয়, মাঝের সময় , শুন্যতে সে দোলে,
তার মানে নয় , যা পেয়েছি ,
তাই ফেলবো দূরে ঠেলে ৷
নিজের সাথে খেলা ,সে ইচ্ছা অবহেলে
ধাঁধাঁ জাগে বোধ এসে ৷
এতো বড় উপহার ,নিতে যদি হয়ে ভার,
হেরে গিয়ে কি হবে শেষে !
জীবন কারোর সোজা নয়
আঁকা বা বাঁকা নয় ……
যদি চাও সুখী জীবন ,
হেঁসে নিতে হবে ,
জীবনের ব্যথা ও ক্রন্দন ।
দুঃখ বিলাপ না হলে জীবনে ,
পাবে কি সুখের মর্যাদা ?
ওঠো অবহেলা ছাড়ো ,
করো জীবন কে আবরণ
সুখী হবে , শান্তি পাবে ,
জীবন অলংকরণ ৷
জীবন কারোর সোজা নয়
আঁকা বা বাঁকা নয় ,……..