কবিতার মতো যৌবন
বৃষ্টির ভেতর, আমার পাশাপাশি
হেঁটে যায় কিশোরী এক – রাজহাঁস
আমি দেখলাম কবিতার মতো যৌবন তার
নেচে ওঠে বার বার নিঃশ্বাসে নিঃশ্বাসে।
আবারও তাকাই হাজার বছরের না দেখা তৃষ্ণা নিয়ে
দেখি,প্রিয় কবিতার কিছু শব্দ কিছু লাইন, উপমা, ছন্দ
বৃষ্টির মতোই গড়িয়ে পড়ে
টমেটোর মতো হালকা হলুদ দু’গালে তার
একবার প্রাচীন দেবীর মতো তাকালো সে নারী।
আমি দেখলাম চোখে তার
শতাব্দীর জমে থাকা নীল লজ্জা
ক্রমাগত ঢেউ খেলে সাগরের মতো……
অধর চুয়ে জ্যোৎস্নার মতো চির ভাস্কর
হাসির কিছু সতেজ পাপড়ি ঝরে পড়ে
কবিতার উজ্জ্বল উপমায়। আর
সাথে সাথে সে নারী, আমাকে
ভাবনার বুলেটে বিদ্ধ করে
পলকে হারিয়ে যায় বাবুদের গলির ভেতর।