ওয়ার্কশপ দর্শন
গ্রানডিং পাথরে লােহা ক্ষয় নয়
মানুষ ক্ষয় হয়-
যেমন নতুন সভ্যতার হাতছানিতে
নিশ্চিহ্ন বনভূমি।
যেন রুগ্ন কঙ্কালসার জীবনের শক্তিতে
কলের মেশিনকে হার মানাতে আমাদের জন্ম।
ওয়েলডিং রড পুড়িয়ে লােহার জোরা নয়
চোখের ক্ষয়তে মানুষের বেশী আনন্দ-
যেমন মনোবাসনার হাতছানিতে পতিতালয়ে গমন।
যেন বুভুক্ষ জীবনের প্রবল তৃষ্ণা
সূর্যের কাছাকাছি ঘুরে বেড়ানাের জন্য আমাদের জন্ম।
শব্দ থেকে কানকাটা চিৎকার
আলাে থেকে চোখ ঝলসানাে দ্রুতি
ডায়মন্ড ড্রিল লােহা নয়
যেন ছিদ্র করছে আমাদের জীবন।
আর লেদ মেশিনটা লােহার পরিবর্তে
কেটে ছেঁটে নিশ্চিহ্ন করছে জীবনের দাম।