আমি কবি নই , অলংকৃত করি না ছন্দ —
আমি কবি নই ,
অলংকৃত করি না ছন্দ —
আমার কবিতা শব্দের ভাষা নয়
আমার কবিতা মনের ভ্রান্তি নয়;
আমি কবি নই …
কিন্তু আমার কবিতা আছে !”
আমার কবিতা আমার কবিতা;
আমার কবিতা
আমার মন প্রাণের সোবিতা,
ঢেলে দেয় সুখের সাগর;
করে জীবন ঝলমল।
আমি কবি নই ..
আমার কবিতা শব্দের সগারে ঢেউ খেলানো ;
আমার কবিতা ছন্দে ছন্দে দোলেনা ।
আমার কবিতা উল্লাসে হাঁশে,
আমার কবিতা বিরহতে কাঁদে —
আমার কবিতা মমতার সাগর,
আমার কবিতা প্রেমের গাগর।
আমি কবি নই ..