আনন্দ।
অনুভব বিলক্ষণ
অনুভূতি মর্মস্পর্শী
সংবেদনশীলতা অতীন্দ্রিয়।
প্রকৃতির শিল্প,
জীবনগত – সৌন্দর্যবোধ,
অনন্য স্বপ্নের,
আত্মার
অন্তরতম স্তরে নেমে আসে
কোন এক ছবি,
কোন সুর,
কোন এক লাইন কালজয়ী;
ভাবনা?
ভেসে ওঠা ডুবে যাওয়া
সময়ের সমুদ্র অধীশ্বর।
যে ধারণা
শূন্যতার সৃষ্টি?
কোন মনোহর রং,
কোনো তরঙ্গ।
নির্মিত
অদ্ভুত রসায়নের
টপ-টপ করে চুইয়ে পরা।
অমরত্ব যেন কোন মৃত আত্মার।
নিষ্ক্রিয় জীবনে আনন্দ।
সক্রিয় আনন্দে মৃত্যু।
অপ্রিয় মৃত্যুতে-
জীবনের ছন্দ।