হে শিব তুমিই আমার সবকিছু
হে শিব তুমিই আমার সহস্রাংশু
হে শিব তুমিই আমার সুধাংশু
হে শিব তুমিই আমার বিনায়ক
হে শিব তুমিই আমার প্রতিপালক
হে শিব তুমিই আমার পিতা
হে শিব তুমিই আমার মাতা
হে শিব তুমিই আমার পদ্মযোনি
হে শিব তুমিই আমার চক্রপাণি
হে শিব তুমিই আমার প্রাণবায়ু
হে শিব তুমিই আমার সবকিছু।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২২/৫/২০২৫