পিতামাতা
সম্মান দিয়ে চল পিতামাতার
নয়লে জাহান্নাম হবে তোমার
মা কত কষ্ট করে দশ মাস দশ দিন গর্ভে ধরে
প্রেয়ন করল তোমায় এই পৃথিবীতে
কভু তুমি তাকে অসম্মান করনা ভুলে
তুমি যখন ছোট্ট ছিলে
করতে প্রেসাব বিছানেতে
তোমার মা সারারাত জেগে
পালন করেছে তোমায় অনেক কষ্টে
বাবা তোমার বিদেশ খেটে
কিছু টাকা জোগাড় করে
নিজে ছেঁড়া কাপড় পড়ে
নতুন প্যান্ট কিনে তোমার তরে
দুঃখ দিলে সেই পিতামাতা কে
কবরের কঠিন আজাব হবে তোমারে
তাদের কষ্ট দিও না কভু ভুলে
যে নিজে না খেয়ে তোমায় খাইয়েছে
তার পরিণাম তুমি তাদের দাও
বাড়ি হতে বার করে
তাদের রেখে আসো বৃদ্ধাশ্রমে
তাদের গালি দিও না কভু ভুলে
তারাই দেখিয়েছে তোমায় পৃথিবীর আলোকে
তাদের সম্মান কর সর্বদায়ে
তাদের পায়ের তলে জান্নাত সবার জন্যে
পারবেনা তুমি তাদের ভালবাসার পরিমান দিতে।।