ফিলিস্তিন কে বাচাও

ওহে আমার দেশের ভায়েরা
তোমরা আছো কোথায় ঘুমিয়ে
ওহে আমার মুসলমান ভায়েরা
আছো কোথায় লুকিয়ে
ওহে আমার ভায়েরা
তোমরা আছো কোথায়
ফিলিস্তিনে মরছে কত মুসলমান
বোমা বারুদ পরছে কত
তোমরা যে দান করিছ কত
দান তোমরা করবে কত
দান করিল রোনাল্ডো
সোনার জুতো বেচে
হইল কি আর হইল শুধু দান
আমি বলি তোমাদের
কর যে আন্দোলন কর মিছিল
কর যে প্রতিবাদ বল সবাই
মুক্ত চাই ফিলিস্তিন
ওহে পৃথিবী বাসি তোমাদের বিবেক নেই
আছে যে ফিলিস্তিনে মসজিদে আকসা
যার ব্যাপারে রসুল হাদিসে বলে
হইবে কিয়ামত এইখানে আসিবে দাজ্জাল
আসিবে ইসা ওহে আমার দেশের ভায়েরা
ফিলিস্তিনে মরছে কত মুসলমান
বোমা বারুদ পরছে কত
তোমরা যে দান করিছ কত
দান তোমরা করবে কত
দান করিল রোনাল্ডো
সোনার জুতো বেচে
হইল কি আর হইল শুধু দান
আমি বলি তোমাদের
কর যে আন্দোলন কর মিছিল
কর যে প্রতিবাদ বল সবাই
মুক্ত চাই ফিলিস্তিন
ওহে পৃথিবী বাসি তোমাদের বিবেক নেই
আছে যে ফিলিস্তিনে মসজিদে আকসা
যার ব্যাপারে রসুল হাদিসে বলে
হইবে কিয়ামত এইখানে আসিবে দাজ্জাল
আসিবে মেহিদি
এহে ভুবন বাসিরা তোমরা জাননা
এই মসজিদে পড়েছে নামায রসুলগন
এহে বিশ্ব বাসিরা তোমরা জাননা
এই মসজিদে নামায পড়েছে রসুল সেই মিরাজের রাত্রে
এহে বিশ্বর মুসলমান বাসিরা
আমি বলি তোমাদের একত্র হও সবাই
বাচাও তোমাদের মসজিদ বাচাও তোমাদের ইমান।