Sahityapedia
Sign in
Home
Your Posts
QuoteWriter
Account
5 Mar 2025 · 1 min read

ফিলিস্তিন কে বাচাও

ওহে আমার দেশের ভায়েরা
তোমরা আছো কোথায় ঘুমিয়ে
ওহে আমার মুসলমান ভায়েরা
আছো কোথায় লুকিয়ে
ওহে আমার ভায়েরা
তোমরা আছো কোথায়
ফিলিস্তিনে মরছে কত মুসলমান
বোমা বারুদ পরছে কত
তোমরা যে দান করিছ কত
দান তোমরা করবে কত
দান করিল রোনাল্ডো
সোনার জুতো বেচে
হইল কি আর হইল শুধু দান
আমি বলি তোমাদের
কর যে আন্দোলন কর মিছিল
কর যে প্রতিবাদ বল সবাই
মুক্ত চাই ফিলিস্তিন
ওহে পৃথিবী বাসি তোমাদের বিবেক নেই
আছে যে ফিলিস্তিনে মসজিদে আকসা
যার ব্যাপারে রসুল হাদিসে বলে
হইবে কিয়ামত এইখানে আসিবে দাজ্জাল
আসিবে ইসা ওহে আমার দেশের ভায়েরা
ফিলিস্তিনে মরছে কত মুসলমান
বোমা বারুদ পরছে কত
তোমরা যে দান করিছ কত
দান তোমরা করবে কত
দান করিল রোনাল্ডো
সোনার জুতো বেচে
হইল কি আর হইল শুধু দান
আমি বলি তোমাদের
কর যে আন্দোলন কর মিছিল
কর যে প্রতিবাদ বল সবাই
মুক্ত চাই ফিলিস্তিন
ওহে পৃথিবী বাসি তোমাদের বিবেক নেই
আছে যে ফিলিস্তিনে মসজিদে আকসা
যার ব্যাপারে রসুল হাদিসে বলে
হইবে কিয়ামত এইখানে আসিবে দাজ্জাল
আসিবে মেহিদি
এহে ভুবন বাসিরা তোমরা জাননা
এই মসজিদে পড়েছে নামায রসুলগন
এহে বিশ্ব বাসিরা তোমরা জাননা
এই মসজিদে নামায পড়েছে রসুল সেই মিরাজের রাত্রে
এহে বিশ্বর মুসলমান বাসিরা
আমি বলি তোমাদের একত্র হও সবাই
বাচাও তোমাদের মসজিদ বাচাও তোমাদের ইমান।

Loading...