ব্যাস্ত
টাকার পিছু ছুটতে ছুটতে
মানুষ ভুলে গেল তার সেই
ইহকাল পরকালের চিন্তা কে
মানুষ আজ নিজ কর্মে ব্যাস্ত থেকে
অবুঝ হয়ে থাকে জিবনের অবস্থাকে
কে মরলও কি হল তার পরিবারের
টাকার পিছু ব্যাস্ত থেকে
সেটাও সে অজানা সর্বদাই রহে
এমন ব্যাস্ত হচ্ছে সে কর্মে নিজের
ভুলে যাচ্ছে সে অবস্থাকে হাশরের
যেইদিন সব ছুটবে নাফসি নাফসি করে
শাফাতের জন্যে জাহান্নামের আগুন হতে
সেইদিন সে বলবে ও আমার টাকা টাকা
এই আজাব হতে আমায় বাঁচা
সেইদিন তার সম্পদ তার শত্রু হয়ে
বলবে কেন ব্যাস্ত ছিলি টাকার পিছে?
দুঃখী গরীবদের এড়িয়ে ছিলিস ওই দুনিয়াতে
তারা অসহায় তাদের টাকা নায় বলে
ব্যাস্ত থেকে নানান রকম নিজ কর্মে
বুড়ো মা বাবা কেও গেলি যে ভুলে
কেমন আছে তারা কেমন ছিলেন তারা
খবর নিলিনা একবার ও তাদের
টাকার পিছু ছুটতে ছুটতে
আজ মানুষ সবকিছু অজানা হয়ে রহে…