মানুষ হয়ে যাও !
এই যে আকাশ! এই যে বাতাস!
এই যে নদী, পুকুর আর সাগর !
এই যে সবুজ সুন্দর বৃক্ষ পাতা !
এই যে নানা ধরণের পুষ্প,পাখি!
উপরে মেঘ, উঁচু পাহাড়, বড় বন!
মানুষের জন্য সব টা প্রকৃতির ধন!
মাযের মতন প্রকৃতি ভালো বাসে।
মানুষের খুব কাছে এসে।
লোভী মানুষ নিজের জীবন কে নষ্ট করেছে।
বুদ্ধিজীবি হলে আর হবে কি!
নিজে কে এই সৃষ্টির মালিক…
যে নিজের মতন ভেবে নিয়েছে!
নদী, পুকুর, সাগর, বাতাস,
সব টা কে দূষিত করে ফেলেছে!
অন্য দের স্বার্থের কোনো দাম নেই।
নিজের স্বার্থ টা ই মেনে চলেছে!
মানুষ! এবার যদি তুমি বুঝতে পাও!
জীবন টা কে নষ্ট হতে বাঁচিয়ে নাও!
আমাদের অস্থিত্ব এই প্রকৃতি থেকেই,
মানুষ! এবার তুমি মানুষ হয়ে যাও!
মহ: এহতেশাম আহমদ,
অন্ডাল, পশ্চিম বঙ্গ