ফিরিয়ে দিচ্ছি
ফিরিয়ে দিচ্ছি,নাও
এই বসবাস টুকরো আকাশ
একখানা ঘর ধানি জমি
লাঙ্গল জোয়াল কাঁসার থালা
ফিরিয়ে দিচ্ছি। ফিরিয়ে দিচ্ছি।
দ্বিধা দ্বন্দ্ব ভালোবাসা
নাকের নোলক দাঁতের ব্যথা
চোখের বালি মরণ খেলা
ফিরিয়ে দিচ্ছি, ফিরিয়ে দিচ্ছি।
শ্যামের বাঁশি বকুল তলা
বুকের কাঁপন বটের ছায়া
আধখানা বেল কাঁচাই ছিলো
ফিরিয়ে দিচ্ছি। ফিরিয়ে দিচ্ছি।
মোমের আলো ফুলের রেণু
কাচের বয়াম শিশিখান
বইয়ের পোকা উলের কাঁটা
ফিরিয়ে দিচ্ছি। ফিরিয়ে দিচ্ছি।
দগদগে ঘাঁ মাথার উকুন
এঁটো থুথু রক্ত বমি
বেতের চেয়ার টিনের বাটি
ফিরিয়ে দিচ্ছি। ফিরিয়ে দিচ্ছি।
মঞ্চ সমেত ভণ্ড নেতা
চাচাগিরির সব কমিউনিস্ট
লেনিনসহ আর হো-চি-মিন
ফিরিয়ে দিচ্ছি। ফিরিয়ে দিচ্ছি