প্রেম – ৭
দৃষ্টির বৃষ্টিপাতে ভিজে যায় মন
সুখের এ সন্ত্রাসে ব্যথা টনটন।
বুঝতে পারলে কি?
বুক জুড়ে নদী উত্তাল ঢেউ।
তোলপাড় তুলে ডুব দিলো কেউ।
জানতে পারলে কি?
ঠোঁটের ছায়ায় কথা পায়ে বাজে মল
অর্ঘ্য দিয়ে অবশেষে খেয়েছি বিষফল।
প্রতিমার নাম কি?
সুখের কোজাগর সবুজ ঘাসফুলে
পাহাড় নদী আছে মৃত্তিকার ও মূলে।
নগরীর নাম কি?
– হৃদি