প্রেম – ১০
একি তোমার চোখে জল ?
উৎফুল্ল বাতাসের সোনালী পালতোলা নৌকোয় চড়ে
এলে চৈত্রের মাটিতে রোয়ে দিলে অসহ্য সুখের উদ্ভিদ
দশদিগন্তে জ্যোৎস্নার সাজগোজ
অথচ আর্তনাদে কাঁপে কেন চোখের বনতল?
তোমার দেয়া অবিশ্বাস্য সুন্দর অঙুরী হারিয়ে ফেলেছি।
সারারাত খুঁজে খুঁজে পাইনি স্বপ্নের বীজ
বুকের পাড়ে কান্নার জলধ্বনি
তল্লাশি আঙুলের চিৎকারে জেগে গেছে সমুদ্র শৈবাল
কষ্টের অগ্নিগ্রামে সারারাত ঘুমোতে পারিনি আমি।
তাতে কী, আমি তো আছি
স্বপ্নের গ্রামোফোনে বাজবেই আমার কবিতা ও কথা
তানপুরার সর্বাঙ্গে সুর
তুমি আছো বলেই মুঠো ভরে নিতে পারি খই-রঙা রাত
ডানা ছুঁয়ে যায় চাঁদের গায়ে
থেকে যেতে পারি নাজিম হিকমতের কারাগারে অনন্তকাল।
সমুদ্রে ভাসছি, তুমি তো সমুদ্র!
• দিনরাত বুকের ভেতর খচ্খচ্, হারানোর অপরাধে।
তোমাকেও যদি হারিয়ে ফেলি!
-ফিরে পাবে মন্ত্রবলে
অদৃশ্য স্বপ্নের সোনালী ফ্রেম সমেত জুয়েল আইচ
ফ্রেমের ভেতরে তুমি।
আচঁলের গিঁট খুললেই সবুজ অঙুরী
সুখ দৃশ্যের সিলমোহর মারা সোনার চাবি
এবং গেরস্থালি
অতন্দ্রিলা, শ্বাসরুদ্ধ ঘাতক কষ্টের সেফটিপিন খুলে হাসো।
– তুমি বলছো হাসবো !
– হৃদি