পুণর্যাত্ৰা
পুণর্যাত্রা”
– – – – – – – – – – -:- – – – – –
পীযূষ কান্তি দাস
– – — – – –:- – – – – – – – – – –
সবটুকু ক্ষণ যায়নি চলে আছে অনেক বাকি ,
আয় না দুজন বাকি জীবন পাশাপাশি থাকি ।
আগের মতোই হেসে -খেলে দিনগুলি সব যাক্,
মনভোমরা গুনগুনিয়ে খুশিরই গান গাক্ ।
ইচ্ছে হই ফের দামাল নদী তুই হ সাগরবেলা ,
খুনসুটি হোক আগের মতোই দুজন করি খেলা।
কিংবা হ তুই পূর্ণিমাচাঁদ আমার আকাশ বুকে ,
তোর জোছনায় এ মন ভরুক কাটবে সময় সুখে ।
রিম্ ঝিম্ ঝিম্ বৃষ্টি হবি আমার দহন কালে ,
টুপুর টাপুর বৃষ্টিনূপুর আমার টিনের চালে ।
শরৎকালে আবার হবি আমার কাশের বন ,
আমি হবো পাগলাবাতাস দুলবি সারাক্ষণ ।
হেমন্তে তুই শিশিরকণা আমি ধানের শীষ ,
সারারাতি ভালোবাসায় ধুইয়ে আমায় দিস ।
শীতের কালে মাতোয়ারা দুজন লেপের ওমে,
বাসবি ভালো আগের মতোই একটুও না কমে।
কোকিল হবো বসন্তে তুই কৃষ্ণচূড়ার ডাল ,
মিঠে চুমুর পরশ দিয়ে রাঙাবো তোর গাল ।
সবটুকু ক্ষণ যায়নি চলে আছে কিছু বাকি ,
নতুন করে হোক না শুরু হাতটা হাতে রাখি ॥