এখুনকার মানুষের জীবন
কোথায় হারিয়ে গেয়েছে,
কাদের কাছে প্রশ্ন করবো?
কে খুঁজে নিতে আস্তে পারবে?
আমাদের মানুষের জীবন.
দেখুন মানুষ কি ভাবে ব্যস্ত
শুধু টাকা খুঁজে যাচ্ছে?
নিজের লোকে চিনতে চাই না?
একটু জীবনে শান্তি নোই?
বাড়ি তে বুধো মা বাবা
তা কে দেখবে কে?
কারো কাছে সময় নয়
কি এই রকম হলো আমাদের জীবন?
দেখুন মানুষ হাঁসতে চাই না?
কিছু হলে কাঁদতে চাই না?
কি রকম আর্টিফিশিয়াল হলো আমাদের জীবন,
বিপথে কেউ সাহায্য করতে চাই না?
কেনো টাকার জন্যে আমরা
সব রকম খারাপ কাজ করে ফেলি?
মানুষের ধর্ম তা কি ভুলে যায়?
এই রকম এখুনকার মানুষের জীবন?
কবি- কিষান কারিগর ( ডা. কৃষ্ণা কুমার রায়)
(©কপিরাইট)