তুমি এলে না
তুমি এলে না
আকাশে মেঘের ঘনঘটা,
বিদ্যুতের বিকট গর্জন
বৃষ্টির ঝমাঝম জানান দিলে
তার আগমন বার্তা… কথাছিল
বৃষ্টি এলেই তুমি আসবে
তবু তুমি এলে না।।
তুমি কি মরীচিকা?
আসবে না বলে তো
কোনো ইঙ্গিত করোনি
শব্দ করোনি একটিও
কেন তুমি এলে না?
অথচ এ পথেই আসার কথা ছিল তোমার!
তাই গাছের ডালে বসা কিছু পাখি
উড়াউড়ি করে জানান দিচ্ছে
তোমার আগমন বার্তার
তবে কি তুমি আসছো?
নাহ্ তুমি এলে না,
বৃষ্টি এলো ঝেঁপে
তবুও আমি ছাতা মাথায়
তোমারই প্রতীক্ষায়
হয়ত বৃষ্টির পরেও তুমি আসবে!
গৌতম শাও