একলা আমি
সারাটাদিন ভাবনা বিহীন একলা কেবল আমি
স্টেশনের পথ পেরিয়ে নীল আকাশের নীচে
ভরদুপুরে হেঁটে হেঁটে ভীষণ রকম ঘামি
আকাশ তখন হেঁটে চলে আমার পিছে পিছে
সন্ধ্যা যখন নেমে আস, হিম কুয়াশায় ছেয়ে
অন্ধকারে শিরশিরিয়ে কাঁপুনি দেয় জ্বালা
একা একা নির্জনতায় পাহাড়ী গান গেয়ে
আমার তখন চুপি চুপি ঘরে ফেরার পালা৷
রাতের বেলা যেই আমি ফের চুকিয়ে পড়ার পাঠ
জানালাতে উঁকি মারি শুয়ে বিছানাতে
তাকিয়ে দেখি রাতের নদী আমড়া তলার মাঠ
জমাচ্ছে বেশ গল্প তারা জ্যোৎস্না রাতের সাথে।