আমি আপরাজিত!
আমি আপরাজিত!
আমার অনেক রুপ।
আমি মৃত্যুঞ্জয়, ৪বার মৃত্যুর
মূথ থেকে ফিরেছী।
কারন আমি “অতি” কে, নিজের জিবনে স্পর্ধা দিতে দী নাই।
মানুসের জিবনে “অতি”
ক্ষতির স্প্রধা নিয়ে আশে এবং জিবন চিরকালের মত বিনাশ হয়।
আমি বিনাশ হীন, আমি ক্ষয় হীন
আমি জন্ম হীন, আমী ম্রিত্যু হীন।
আমি, সব হারিয়ে ছী,
কিন্ত নীজেকে হারাইনী।
আমি ছিলাম, আমি আছী,
আমি থাকব…..
ভুতে বিচরন করী না,
ভবিষ্যতে র সপ্নো দেখি না
ব্রত্মানে থাকিনা……
আমি ছিলাম, আমি আছী, আমি থাকব।
আমি বিচরন কোরি ক্ষনে
সমায়ের রথে, কালের পথে
ব্রহ্মান্তের অন্তাহীন তা তে
আমি আন্থিন
আমি আপরাজিত
আমি ম্রিতুঞ্জ্যয় 🙏