Sahityapedia
Sign in
Home
Search
Dashboard
Notifications
Settings
29 Mar 2024 · 3 min read

আমার মৃত্যু

সেদিন বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেছিল। স্টেশনে ট্রেন থেকে যখন নামলাম তখন রাত এগারোটা। শেষ ট্রেন। অন্যসময় হলেও স্টেশনের বাইরে থেকে রিকশা পাওয়া যেত। কিন্তু সেদিন ওসব কিছু পেলাম না।

চাকরি করি আমাদের গ্ৰামেই সেচ দপ্তরের অফিসে। কয়েকদিনের জন্য কাজের দায়িত্বে শহরে গেছিলাম।কাজ শেষ হয়ে যাওয়াতে সেদিন রাতে ফিরে আসি।
শেষ ট্রেন ধরতে হয়েছিল কারণ লাইনে গণ্ডগোল হয়েছিল।তাই বেশ কিছু ট্রেন বাতিল হয়েছিল।

আমি থাকি গ্ৰামে। তবু স্টেশন থেকে আমার গ্ৰাম দুই কিলোমিটারের কাছাকাছি। গ্ৰামের দিক হলে সন্ধ্যা সাতটাতেই যেন মাঝরাত মনে হয়। তবে এসব কথা সব গ্ৰামের জন্য নয়। এখন তো অনেক গ্ৰামেই বিদ্যুৎ এসে গেছে। তাদের কথা আলাদা। কিন্তু আমার গ্ৰামে আজও আসে নি বিদ্যুৎ। তাহলে আমার সেই সময়ের কথা ভেবে দেখুন পাঠকগণ।

আমি কিছু না ভেবে ভগবানের নাম নিয়ে এগিয়ে চললাম। আবার সেদিন বৃষ্টির রাত ছিল। তবে ঝমঝম করে হচ্ছিল না। ঝিরঝির করে হচ্ছিল। আর তারসাথে মাঝেমধ্যে দমকা ঝড় উঠছিল। আকাশের দিকে চেয়ে দেখছিলাম মাঝেমধ্যেই বিদ্যুৎ চমকাচ্ছে।

স্টেশনের কাছটা একটু জমজমাট জায়গা। স্বাভাবিক ব্যাপার। আর স্টেশনের বাইরে থেকেই গ্ৰামের রাস্তা শুরু। বলা যায় ইটের রাস্তা। সেই রাস্তাই এঁকেবেঁকে চলে গেছে বিভিন্ন গ্ৰামে গ্ৰামে। তারমধ্যে আমাদের গ্ৰামটা দ্বিতীয়।

আমার কাছে আবার ছাতাও ছিল না সেদিন। বৃষ্টি তো সেরকম জোরে হচ্ছিল না তাই খুব একটা অসুবিধা হচ্ছিল না। অসুবিধা করছিল ঐ মাঝেমধ্যে যে দমকা ঝড় আসছিল সেটাই। তাও দশ পনেরো মিনিট পথ হেঁটে এসেছি।হঠাৎ দেখলাম আকাশ থেকে যেন একটা হিলহিলে সাপ এসে দূরে একটা তালগাছের মাথায় আগুন জ্বালিয়ে দিলো একটা বিকট শব্দ করে। আমার বুকের ভিতরটা কেঁপে উঠলো। বুঝলাম ওটা বাজ পড়লো। এইরকম দৃশ্য চোখের সামনে দেখে আমার বুক ধড়াস ধড়াস করতে লাগলো। মনে হচ্ছিল এত জোরে জোরে হৃদপিণ্ড চলছে ঠিক যেন আমার হাতে চলে আসবে এখনই। আসলে বাজ পড়ার আওয়াজ আমি অনেক শুনেছি কিন্তু সামনাসামনি কখনো দেখিনি। কাজেই সেদিন ঐ প্রথম দেখলাম অমন।

আমার ভয় আরও বেড়ে গেল। রাস্তা একদম শুনশান। কে বেরোতে যাবে এমন ঝড়ের রাতে বাইরে যদি কোনো প্রয়োজন না থাকে। রাস্তার চারপাশে কোনো বাড়িঘর নেই। শুধু ধানজমি আর ধানজমি দু চোখ যেদিকে যাবে সেদিকে দেখা যাবে। আসলে ঐ বাজ পড়ার আগে আমি প্রথম গ্ৰামটা পেরিয়ে এসেছি।এবার আরও কিছুটা পথ এই ভাবে যেতে হবে। তারপরে আমাদের গ্ৰাম শুরু। এই প্রথম গ্ৰাম আর আমাদের গ্ৰামের মাঝের অঞ্চলটা বড্ড ফাঁকা ফাঁকা। শুধু রাস্তা চলে গেছে দুপাশে ধানজমিকে সঙ্গী করে।
ভয় আমার বেড়ে গেল এই কারণেই কারণ, এখানে কোনো বাড়িঘর নেই যে একটু অন্তত মাথাটা বাঁচাবো। আর কোনো গাছের নিচে দাঁড়াবার সাহস পাই না। যদি গাছেতে বাজ পড়ে? আর এমন নির্জন জায়গায় এই রাত দুপুরে ভয় তো লাগবেই। তাও আবার দুর্যোগের রাত।

আরও বোধহয় পনেরো মিনিট পেরিয়ে এসেছি। এবার দেখতে পেলাম দূরে আমাদের গ্ৰামখানি। অন্ধকারের মধ্যেও পরিষ্কার দেখতে পেলাম। আসলে নিজের গ্ৰাম তো। যেকোনো অবস্থাতেই চিনতে পারব।বৃষ্টি কিন্তু তখনও কমে নি। ঐ হালকা ভাবে হয়েই যাচ্ছে সেই সাথে ঝড়ও চলছে মাঝেমধ্যেই। যদিও আর বাজ পড়ার শব্দ পাই নি শুনতে। ঐ প্রথমটাই যা পড়েছিল।
এখনও রাস্তার দুপাশে শুধু ধানজমি। গাছও আছে পথের ধারে ধারে তবে খুব কম কম। মানে আমি একরকম খোলা জায়গার মধ্যে দিয়ে হেঁটে চলেছি।

হঠাৎ মাথায় একটা আঘাত পেলাম। সঙ্গে সঙ্গে দেখলাম কয়েক সেকেন্ডের জন্য আমার চোখের সামনে কত আলো।যেন দিন হয়ে গেছে। যেন আমার সামনে একশোটা সার্চলাইট কেউ জ্বালিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে শুনতে পেলাম আকাশে কী ভয়ঙ্কর একটা শব্দ হলো। মনে হল একসাথে এক লক্ষ দৈত্য চিৎকার করে উঠল। আমার শরীরে আর কোনো হুঁশ থাকলো না।আমি পড়ে গেলাম মাটিতে। আমি চোখ বন্ধ করে ফেললাম। গ্ৰামে ঢোকার কিছু আগেই যমরাজ আমায় নিয়ে চলে গেলেন উপরে।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৯/৩/২০২৪

162 Views

You may also like these posts

ये भी क्या जीवन है,जिसमें श्रृंगार भी किया जाए तो किसी के ना
ये भी क्या जीवन है,जिसमें श्रृंगार भी किया जाए तो किसी के ना
Shweta Soni
किस्मत
किस्मत
Neeraj Agarwal
वक्त वक्त की बात है ,
वक्त वक्त की बात है ,
Yogendra Chaturwedi
कल्पना के पृष्ठ नूतन पढ़ रही हूँ।
कल्पना के पृष्ठ नूतन पढ़ रही हूँ।
Pratibha Pandey
सरस रंग
सरस रंग
Punam Pande
"मैं आज़ाद हो गया"
Lohit Tamta
"शतरंज"
Dr. Kishan tandon kranti
10 Habits of Mentally Strong People
10 Habits of Mentally Strong People
पूर्वार्थ
एक ज़माना ...
एक ज़माना ...
Nitesh Shah
तू सीता मेरी मैं तेरा राम हूं
तू सीता मेरी मैं तेरा राम हूं
Harinarayan Tanha
शहर में बिखरी है सनसनी सी ,
शहर में बिखरी है सनसनी सी ,
Manju sagar
गर्दिश का माहौल कहां किसी का किरदार बताता है.
गर्दिश का माहौल कहां किसी का किरदार बताता है.
डॉ. दीपक बवेजा
आत्मसंवाद
आत्मसंवाद
Shyam Sundar Subramanian
कविता
कविता
Rambali Mishra
भक्तिकाल
भक्तिकाल
Sanjay ' शून्य'
शारदे देना मुझको ज्ञान
शारदे देना मुझको ज्ञान
Shriyansh Gupta
नफरत की आग
नफरत की आग
SATPAL CHAUHAN
नुक्ते के दखल से रार–प्यार/ मुसाफ़िर बैठा
नुक्ते के दखल से रार–प्यार/ मुसाफ़िर बैठा
Dr MusafiR BaithA
बात दिल की है इसलिए
बात दिल की है इसलिए
Dr fauzia Naseem shad
मां भारती से कल्याण
मां भारती से कल्याण
Sandeep Pande
सुप्रभात
सुप्रभात
*प्रणय*
गुब्बारा
गुब्बारा
अनिल "आदर्श"
पैसे के बिना आज खुश कोई कहाॅं रहता है,
पैसे के बिना आज खुश कोई कहाॅं रहता है,
Ajit Kumar "Karn"
The Sweet 16s
The Sweet 16s
Natasha Stephen
।। हमारे वीर जवान ।।
।। हमारे वीर जवान ।।
Priyank Upadhyay
इतनी धूल और सीमेंट है शहरों की हवाओं में आजकल
इतनी धूल और सीमेंट है शहरों की हवाओं में आजकल
शेखर सिंह
“ आओ, प्रार्थना करें “
“ आओ, प्रार्थना करें “
Usha Gupta
ग़ज़ल सगीर
ग़ज़ल सगीर
डॉ सगीर अहमद सिद्दीकी Dr SAGHEER AHMAD
छल.....
छल.....
sushil sarna
2828. *पूर्णिका*
2828. *पूर्णिका*
Dr.Khedu Bharti
Loading...