আজকের মানুষ
সময় আসছে, সময় যাচ্ছে।
মানুষ এগিয়েও থেমে যাচ্ছে।
জীবনের মধ্যে ও জীবন নেই।
জীবন কে স্বপ্ন দেখিয়ে যাচ্ছে।
ইচ্ছার কোনো আর শেষ নেই।
কিন্তু ইচ্ছার দাসত্ব করে যাচ্ছে।
মুখে সব সময় থাকে মিষ্টি কথা।
হৃদয়ে তেতো স্বাদ থেকে যাচ্ছে।
ধর্ম নিয়ে আর যে তুমি করবে কি?
যখন মনুষ্যধর্ম টা ই চলে যাচ্ছে।
মহ: এহতেশাম আহমদ,
অন্ডাল, পশ্চিম বঙ্গ