অন্ধো মানুষ
অন্ধো মানুষ
বিষ্টি পড়ছে ভিজে চলে যাচ্ছি
কোথায় সে ভাবতে পারছি না?
তোমরাও সবাই দেখছো
কিন্তু সহজও করছে না?
আমার তা চোখ নোই
আমি একটি অন্ধ মানুষ
তোমাদের তো চোখ রয়েছে
কী তুমিও দেখতে পারছো না?
নিজের স্বার্থ দেখুন মানুষ অন্ধ
মানুষ মানুষ কে দেখতে চাই না?
সাহায্যের খুব বেশি দরকার থাকবে
তাও কিন্তু মানুষ সহজও করতে চাই না?
দেখুন মানুষ টি মানুষের কথা ভুলে গেছে
টাকার জন্যে সবাই অন্ধ হয়ে রয়েচে ?
কিষান বলছে নিজে মনে চিন্তা ভাবনা করে দেখো
মানুষের গল্প ভুলে আমরাও কেনও অন্ধ?
কবি- কিষান কারিগর ( ডা. কৃষ্ণা কুমার রায়)
(©কপিরাইট)