ভালোবাসা নিয়ে খেলা কোরো না
তুমি যদি আমাকে ভালোবাসতে না পারো
তবে ভালোবেসো না
কিন্তু ভালোবাসা নিয়ে খেলা কোরো না
আমার খুব কষ্ট হয় আমি খুব দুঃখ পাই।
তুমি যাকে ভালোবাসতে চাইছ তাকেই মন প্রাণ দিয়ে ভালোবাসো
আমি সরে যাব।
একবার তুমি আমায় সত্যি করে বলে দাও যে,
আমায় চাও না,
কিন্তু এইরকম খেলো না ভালোবাসা নিয়ে।
আমিই তোমাকে ভালোবেসে যাচ্ছি
তোমার দিক থেকে ভালোবাসার সাড়া পাচ্ছি না
এভাবে চলে না
তুমি আমার সঙ্গে সময় দাও না একটুও।
তাই বলছি যদি না ভালোবাসতে পারো তবে একেবারেই বলে দাও
সত্যি কথা একটি কথাতেই বলা হয়ে যায়
কিন্তু এমনভাবে খেলা কোরো না
এতে আমি খুবই দুঃখ পাচ্ছি
আর দুঃখ দিয়ো না।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৩/৫/২০২৫