কবিতা : দশমহাবিদ্যা স্তুতি, রচয়িতা : সোহম দে প্রয়াস।
কৃষ্ণবর্ণা মুক্তকেশী কালী অভয়দায়িনী।
নীলবর্ণা দেবী তারা পিঙ্গল-জটাধারিণী।
শ্বেতবর্ণা ষোড়শী কামেশ্বরদেব-সঙ্গিনী।
কমলাসনা ভুবনেশ্বরী পাশাঙ্কুশধারিণী।
জ্যোতির্ময়ী ভৈরবী শুভঙ্করী মায়া-রচিনী।
উগ্রমূর্তি ছিন্নমস্তা মুক্তি-মাত্রা-প্রদায়িনী।
বায়সবাহিনী ধুমাবতী শ্বেতবস্ত্রধারিণী।
গদাধারিণী বগলামুখী মদনাসুরনাশিনী।
বিদ্যাদাত্রী দেবী মাতঙ্গী অর্ধচন্দ্রধারিণী।
মঙ্গলময়ী কমলা দেবী শ্রীবৃদ্ধিকারিণী।
নানারূপে ত্রিভুবনে অশিব বিনাশিনী।
প্রণমামি আদিশক্তি ত্রিলোক-প্রসবিনী।