মা এবং বাবা

ভায়েরা আমি এসেছি আবার ফিরে,
বাবা মায়ের কথা নিয়ে।
মা যে হয় জন্মদাতিনি
বাবা হয় জন্ম দাতা।
মা কষ্ট করে বাচ্চা পেটে নিয়ে
বাবা কষ্ট মাঠে ঘাটে ।
মা যদি হয় পৃথিবীর দামি হীরা
তাহলে বাবা হয় তার মনি।
মা কষ্ট করে পেটে দশ মাস দশ দিন ধরে
বাবা কষ্ট করে মাঠে
কেননা সে চাই ছেলে হয় যাতে।
মা যদি হয় গোলাপ ফুল
তাহলে বাবা হয় তার পাপড়ি।
মা হয় আমার পরশমণি
বাবা হয় তার আলো।
হাদিসে আছে বাবা-মায়ের
পায়ের নীচে জান্নাত।
তাই ত ভায়েরা কর
বাবা-মায়ের সম্মান করো
তাহলে পাবে তুমি জান্নাত।
মা আমার জান
বাবা আমার প্রাণ।।