Sahityapedia
Sign in
Home
Your Posts
QuoteWriter
Account
5 Mar 2025 · 4 min read

বাংলা ভাষা

বাংলা ভাষা ওসংস্কৃতিরগুরুত্ব
বাংলা ভাষা শুধু একটি জাতির পরিচয় নই। আই ভাষা শুধু বাঙালি তে বেসি বলে তাই এতা বাঙ্গালির ভাষা নয়। অনেকের এই টি ভুল ধারনা হয়ে থাকে বরং এই ভাষা পুরো দুনিয়ার নানান জাইগাই ব্যবহার হয় আমাদের যানা দরকার পুরো বিশ্ব তে এই ভাষা ২০২৩-এর রিপোর্টে যানা গেছে এই বাংলা ভাষা অবস্থান সপ্তম নাম্বার। এই ভাষা প্রাই পুরো বিশ্বতে ২৫০ মিলিয়ন মানুষ ব্যাবহার করে। এই ভাষা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের জাতীয় ভাষা । বাংলা ভাশার সাথে সাথে সাংস্ক্রিত ভাষা শামিল থাকে।
বাংলাভাষারগুরুত্বপ্রথমতঃএটিবাংলাসংস্কৃতিরবিকাশেরপ্রধানমাধ্যম। সাহিত্য গান নাটক এবং বিভিন্ন ধরনের শিল্প অর্থাৎ কন বর অনুষ্ঠান করা উদাহারন আমাদের ছরা লিখার প্রতিযোগিতা আর অনেক ধরেনের আছে এর দারা আমাদের বাংলা ভাশার মান আবেগ আর অনেক কিছু বাড়ে । রবিন্দ্রানাথ ঠাকুর , কবি নজিরুল ইসলাম,মুকন্দ ঘোষ এদের মতন আর অনেক কবি আছেন যারা তাদের সাহিত্য দারা পুরো বিশ্ব সামনে বাংলা ভাষা ছড়িয়েছে। এই কবি গুল শুধু সাহিত্য ছাড়া দেশের জন্য এবং ইংরেজ দের সাথে লড়াই করতে সাহায্য করে ছিল।
দ্বিতীয়ত বাংলা ভাষা এটি একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। কলেয,মাদরাসা, মকতব, স্কুল, বিশ্ব বিদ্যলয় বাংলা ভাশার শিক্ষা প্রদান করে যা বাংলার ঐক্য এবং তার মান সংরক্ষণ করে। বাংলা ভাশার মাধ্যমে যার জ্ঞান অরজন করে তারা ইতিহাস , ঐতিহ্যএবংসংস্কৃতি ভাষা ভাল ভাবে জানতে পারে।
তৃতীয়ত, বাংলাসংস্কৃতিবহুস্তরীয়এবংবৈচিত্র্যময়।বাংলার বিভিন্ন নাছ জ্ঞান উৎসব গুলি যামন দুর্গা পূজা মুসলিমদের ঈদ কুরবানি মহ্রামের মত এই সব গুলি সাহিত্যর একটি অংশ। এইসবঅনুষ্ঠানওউৎসববাংলাসংস্কৃতিরসৌন্দর্যকেতুলেধরে।
বাংলা ভাশার যেমন পদ্য গল্প উপন্যস আর কত আমাদের গর্ব। এই ভাষা দারা ম্নুশের ছিন্তা ভাবনা ইতিহাস সম্পরকে অতি ভাল ভাবে যানা যায়। এখন কার সময় বানহ্লার নানা ধরনের বয় আর্টিকেল আর উপন্যস সব অন্ন দেশে তাদের ভাষা তে অনুবাদ করা হছে। আমাদের এই বাংলা ভাষা যা বিশের মধ্য নানা যাইগা ত্যরি করে আর আমাদের মান তুলে ধরে আমরা বাঙালি আমাদের গর্বিত হবা দরকার।
সব মিলিয়ে, আমাদের বাংলা ভাষা একটি জাতির আত্মা। এটি আমাদের পরিচয়, আমাদের বর্তমান, আমাদের ভবিশ্যত এগিএ নিএ ছলার একটি বর পথ। আমাদের গর্ব।
গবেষণারমৌলিকউদ্দেশ্য
গবেষণা হল এই আধুনিক সময় মানুষদের উন্নয়ন করতে একটি ভূমিকা পালন করে। এটিজ্ঞানার্জন, তথ্যসংগ্রহ,এসব ছাড়া আর অনেক ধরেনের রাস্তা নতুন করে উদ্ভাবন করার একটি রাস্তা। এই গবেষণা করার যে সব মৌলিক উদ্দেশ্য আছে সেগুল নিচে দেওয়া আছে।
১. জ্ঞানার্জনওসম্প্রসারণ
গবেষণার সর্ব প্রথম অ প্রধান কাজ হল সবার সাথে জ্ঞান দেওয়া এবং যেসব জ্ঞান যানে না সেই সব জ্ঞান কে চারিদিকে ছড়িয়ে দেওয়া যাতে সব মানুষ সেই জ্ঞান থাকুক। আপনি দেখতে পাবেন প্রাই এক বছর আগে চান্দ্রায়ান ৩ ছাড়া হয়েছিল। সে তার কাজ সম্পূর্ণ করেছে তাতে কি হছে না হছে সব লাইভের মাধ্যমে সবাই কে জানিয়ে দেওয়া হছিল এতা ত বিজ্ঞান এর উদ্দেশ্য এবং নতুন তথ্য কে যানা বা পার্থক্য বের করা যেমন দশম শ্রেনি তে আমরা পড়েছি ছলন আর গমন এর মধ্যে পার্থক্য বের করেছে বিজ্ঞান এটাও তারা করেছে আর তারা তাকা পইসার নতুন তথ্য খুজে তাকা পইসার বেসি করছে।
২. সমস্যাসমাধান
গবেষণা এক্ষেত্রে একটি বন্দুক বা হাতিয়ার হিসাবে কাজ করে। আপনাদের একটি উদাহারন দিয়ে দিব যেমন একজন চাষির জমিতে ফসল কই না ত বিজ্ঞান তার দিকে তাকিয়ে তারা যত সাহায্য করতে পারবে তারা ততটা সাহায্য করবে নানা ধরনের তাজুরবা করবেন আর অনেক কিছু। আর দেখেন তাহলে দেক্তে পাবেন কন কিছু দেশের জন্য যেমন পানির অভাব তাহলে বিজ্ঞান এটি তাদের গন্তব্য নিএ কন একটি উপাই বের করে ছাড়বেন এতাই তাদের সাহায্য বা তারা এই ভাবে আমাদের সাহায্য করে।
৩. নীতিওসিদ্ধান্তগ্রহণ
যে বিজ্ঞানের নেতা বা তাদের লিদার থাকে সে কন তথ্যর উপর ভাবে দেখে এটা ঠিক না ভুল যেমন এখন দেখা যাবে যেখান সেখানে যুধ্য হছে। আমাদের বা বিজ্ঞানিদের একটা মত দিবে না আমরা এই যুধ্য অংশ নিলে ক্ষতি হবে বেসি হবে না কিন্তু যদি না যাই যুধ্যে তাহলে অনেক ক্ষতি হবে এই ভাবে বিজ্ঞান নানা ধরনের সিদ্ধান্ত নেই এটি সমাজে এটি একটি অনেক বড় ভূমিকা পালন করে।
৪. শিক্ষারপ্রসার
এই গবেষণা শিক্ষার একটি গুরুত্য ভমিকা পালন করে । এটি যা মাষ্টার বা শিক্ষক থাকে তাদের পরাবার যন্য নানা ধরনের তথ্য সংগ্রহ করে মাস্টেরদের দেই তারা। এরা একটি ভাল ভাবে মানুষদের হক বা জন্তু হক বা সাপ কছপ হক সবার তথ্য দেই। আই বিজ্ঞান এটি আমাদের দ্যনন্দিন হয়ে গেছে আমারা এর ছাড়া থাকা মুশকিল। এটী আমাদের সময় এবং পাঠ্যসূচি তৈরি করতে সাহায্য করে।
৫. সমাজওসংস্কৃতিরউন্নয়ন
গবেষণাসমাজওসংস্কৃতিরউন্নয়নেগুরুত্বপূর্ণভূমিকাপালনকরে। এটি আমাদের সমাজের বিভিন্ন দিক দেখে যেমন সামাজিক দিক থেকে কী ভাবে আমাদের সমাজ সবার থেকে সেরা হতে পারে। যদি ইতিহাসের দিক থেকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে সে কবে পলাশী যুধ্য হয়ে ছিল। কিন্তু আমরা আজ পর্যন্ত সেগুলো পরে থাকি কিভাবে সম্ভব হল আমাদের বিজ্ঞান আমাদের উন্নয়ন এর জন্য করেছে আর আমাদের দেখ বার জন্য আজ পর্যন্ত হাযারদুয়ারি,মতিঝিল আর অনেক ধরনের যাইগা তার মধ্যে খুশবু অলা বাগ যেটি নবাব সিরাজুদুল্লাহের সাথে তার পরিবার বন্ধু সবার কবর এখানে যা দ্বারা আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারি তাহলে এটি কিভাবে সম্ভব হল বিজ্ঞান আমাদের ভালোর জন্য এই সব কাজ করেছে

Loading...