কবিতা : করুণার আশে, রচয়িতা : সোহম দে প্রয়াস।

কবে তোমার করুণা পা’বো, হে জগজ্জননী?
মম বেদনার অশ্রুতে ভাসিয়া যে যায় মেদিনী।
একবার সারা দিয়ে জুড়াও মোর পরাণখানি।
সার্থক করো তব নাম, হে দুঃখহারিণী।
পড়িয়াছি শাস্ত্রে – এই দেহ মাঝেই তব বাস।
তোমারই বলে জগতে আমি গ্রহণ করি নিশ্বাস।
তবে কেন খেলো লুকোচুরি?
আপন হৃদয়ে তোমারে রাখিয়া দিকে দিকে খুঁজিয়া মরি।
জগৎ জু’ড়ে ছড়ায়ে র’য়েছে তব মহীমার উপাখ্যান।
এখন তুমি করিওনা জননী এ সন্তানরে প্রত্যাখ্যান।
তোমার খড়গ মহা পরাক্রমী, অপরাজেয় সে রনাঙ্গনে।
সেই অস্ত্র আজ অসমর্থ কেন আমার রিপুদমনে?
আজ জ্ঞানের রবি প্রকাশিয়ে তুমি দূর করো যামিনী।
ত্যাগের দাঁড় প্রদান ক’রে পার করো মোর তরণী।
তোমার কি করুণা হ’বে, হে হরের ঘরণী?