অপরাজেয়
যে কখনো জেতে না, সে হারেও হারায় না,
প্রতি বার পড়ে উঠে আবার দাঁড়ায়,
পথ যতই কঠিন হোক বা অন্ধকারে ভরা,
যে সামনে চলে, সে কখনো থেমে যায় না।
হারেও সে শিখে নতুন কিছু,
প্রতিটি আঘাতে বুঝে কিছু নতুন কথা।
পড়ে গেলেও সে সাহস হারায় না,
তার স্বপ্নে জয় একদিন আসবেই।
পথ যেমনই হোক, বা কাঁটায় ভরা,
মনে আগুন, যা তাকে এগিয়ে নিয়ে যায়।
যে তার লক্ষ্যে পৌঁছাতে চলে,
সে কখনো হারেনি, কখনো থেমে যায়নি।
যে কখনো জেতে না, সে হারেও হারায় না,
ধীরে ধীরে, সে নতুন কিছু গড়ে,
কাহিনী অসম্পূর্ণ, তবে ইচ্ছা শক্তি আছে,
হার বা বাধার বাইরে, তার নাম অমর।