Sahityapedia
Sign in
Home
Your Posts
QuoteWriter
Account
19 Feb 2024 · 1 min read

টাইম মেশিন

“টাইমমেশিন”
—————————————-
পীযূষ কান্তি দাস
—————————————–

মন কেমনের বিকেলবেলা বারান্দাতে,
একলা আমি চোখ দুটো রয় গ্রিলের ফাঁকে।
ব্যস্ত শহর ছোটাছুটি ফেরার টানে,
আমায় শুধুই ছেলেবেলা পিছন ডাকে।।

হাওয়ায় নড়ে গাছের পাতা ঝিরিঝিরি,
দূর আকাশে শঙ্খচিলের ওড়াউড়ি।
ওভার ব্রিজে একটা পাগল হারিকিরি,
হতে যে চায় সুতো কাটা উদল ঘুড়ি।।

আমিও ভাবি হতাম যদি তেমন পাগল,
উড়াল দিতেম পেতাম যদি টাইম মেশিন।
খুলে দিয়ে বন্ধ মনের সকল আগল,
ছেলেবেলার স্বপ্নে ভরা রঙিন সে দিন।।

Loading...