Sahityapedia
Sign in
Home
Your Posts
QuoteWriter
Account
11 Nov 2023 · 1 min read

ভালোবাসার ধর্ম

ভালোবাসা কখনোই জোর করে হয় না
ভালোবাসা হয় আপনাআপনি।
যদি পছন্দ না হয় তবে ভালোবাসা কেমন করে হবে?
পছন্দ থেকেই তো ভালোবাসার জন্ম।
কেউ যদি বলে যে তাকে ভালোবাসতেই হবে
এমনভাবে ভালোবাসা সম্ভব নয়,
বরং সম্ভব হবে
যদি তাকে প্রথম দেখাতেই ভালোবাসা যায়
কারণ ভালোবাসা তো প্রথম দেখাতেই হয়
দ্বিতীয় বা তৃতীয়বার দেখারও প্রয়োজন হয় না।
বলা যায় এটাই ভালোবাসার ধর্ম।

৯/১১/২০২৩

Loading...