Sahityapedia
Sign in
Home
Your Posts
QuoteWriter
Account
25 Sep 2021 · 1 min read

কেনো রে ভাই?

কেনো রে ভাই?

আমি তুমি কেটে মোরে যাচ্ছি
ভেবে দেখ কেনো রে ভাই?
নেতার ভোটার জানে
আমাদের কে ঝামেলা করিয়ে মেরে দিচ্ছে?

ভোটের জানে কী সব হবে
আমরা তুমরা লড়বো মরবো?
নেতারা কিন্তু চুপ করে থাকবে
আমাদের কিছু হলে ওরা আসবে না?

নেতার পিছুনি ঘুমিয়ে যাবো
নিজের জীবন নষ্ট করে যাবো?
তাও আমরা বুঝবার চেষ্টা করবো না
ভেবে দেখ কেনো রে ভাই ?

ভোট জিতবে নেতা রা
কিন্তু আমরা মোর যাচ্ছি
আমরা সবাই দলের লোক
সে জানো কেটে কই যাচ্ছি?

ভোট পরে কিছু হবে না আমাদের
কী করে জীবন সংসার কাটবে?
নেতার জন্যে নিজের জীবন নষ্ট কইনো?
কিষান ডাকছে কোনো রে ভাই?

কবি- কিষান কারিগর ( ডা. কৃষ্ণা কুমার রায়)
(©কপিরাইট)

Loading...