Sahityapedia
Sign in
Home
Your Posts
QuoteWriter
Account
7 Oct 2021 · 1 min read

ছেলের বেলা খেলা

মাঠে ফুটবল খেলা
বন্ধুরা মিলে এক সঙ্গে
আলু কাবলি বানিয়ে খাবা
আমাদের ছেলের বেলা খেলা.

এক সঙ্গে স্কুল যাবে
পড়তাম আবার মাঠে খেলা
সেই লড়াই ঝগড়া
আবার কিন্তু মিলিয়ে যাবা

কাকীমা রা বলতে
এই তোমরা ঝগড়া করবি না?
আমার শুধু বলতাম ঠিক আছে
কিন্তু মাঠে খেলতে তাও ঝগড়া?

মাঠ থেকে বাড়ি ঘুরিয়ে আসা পর
চুপ করে দুকান যাবা
মুড়ি চানাচুর কিনে
বন্ধু সঙ্গে ঘুরিয়ে খাবা.

গোবিন্দ আমাকে ডাকতো
কি রে কৃষ্ণ আজকে খেলতে জাবি না?
সিন্টু বলতে আমিও যাবো
চুপ করে আমরা মাঠে চলে যেতাম

যাখুন যায় খুশি সে করতাম
দূরে দূরে লোকনাথ মন্দির যেতাম
বাড়ি এসে লুডু খেলা
কি দারুন ছিলো ছেলের বেলা খেলা

কবি- কিষান কারিগর ( ডা. কৃষ্ণা কুমার রায়)
(©কপিরাইট)

Loading...