শিবকে নিয়ে লেখা কবিতা
বাবার নামে পাগল হব
শিবের নামে পাগল হব।
আমি শিব শিব বলে বলে
কৈলাসে চলে যাব।
সেথায় গিয়ে দেখব আমি
কৈলাসের সৌন্দর্য।
আর দেখব কেমন করে
বাবা থাকেন পর্বত চূড়ায়।
করব সেথায় ধ্যান আমি
ॐ নমঃ শিবায় বলে।
বাবা প্রসন্ন হন যদি
আসবেন তখন আমার কাছে।
ॐ রুদ্রায় নমঃ
ॐ উগ্ৰায় নমঃ।
ॐ প্রজাপতয়ে নমঃ
ॐ পশুপতয়ে নমঃ।
জয় শিব মহাদেব
জয় শিব আদিদেব।
জয় শিব ভূতেশ
জয় শিব উমেশ।
জয় শিব ললাটাক্ষ
জয় শিব সহস্রাক্ষ।
জয় শিব গিরিশ্বর
জয় শিব মহেশ্বর।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৫/১০/২০২৪