মেঘের প্রতিবিম্ব
আজ নদী খুব বিষণ্ণ, নিশ্চুপ
যেন ঘুমন্ত ভীষণ ক্লান্ত।
তার জলের দর্পণে
কালো মেঘের প্রতিবিম্ব।
তারপরেও আমি তাকে জাগাইনি
চুপিসারে ঘড়ে ফিরে এসেছি।
বলিনি তুমি আর নেই।
আজ নদী খুব বিষণ্ণ, নিশ্চুপ
যেন ঘুমন্ত ভীষণ ক্লান্ত।
তার জলের দর্পণে
কালো মেঘের প্রতিবিম্ব।
তারপরেও আমি তাকে জাগাইনি
চুপিসারে ঘড়ে ফিরে এসেছি।
বলিনি তুমি আর নেই।