মা কালীর গান
কালী কালী বল না রে মন
কালী কালী জপ না রে মন।
কালী কালী কালী ব’লে ব’লে
যা না রে মন পাগল হয়ে।
পাগল হ’লে ভালো হবে
আরও কালী বলবি তখন।
তখন কত কালী বলবি রে
নিজেও তা জানবি না মন।
তখন আরও ভালো হবে
ঠিকই হাজির হবেন কালী।
যে পাগল হয় কালী নামে
তার কাছে আসেন কালী।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১১/১২/২০২৪