ভালবাসার সীমানা
শোন
তুমি কখনও সীমান্ত দেখেছ?
সীমান্তের এপার থাকে নিজেদের সবকিছু
থাকে অজানা কিছু সুখ আর অব্যক্ত কিছু দুঃখ
কিছু পর আপনের মতো
কিছু আপন পরের মতো
আর সীমান্তের ওপারে………
অস্ত্র হাতে শত্রু
কাঁটাতারের মাঠ… পরিখা আর প্রহরী!
আর আজ আমি…
এমন এক সীমান্তে দাঁড়িয়ে…
তোমার আর আমার ভালোবাসার সীমান্ত।
যার এপার আমার সবকিছু আছে
সফলতা,
অর্জন…
কৃতিত্ব…
সম্মান, সম্পদ, খ্যাতি…
আর সীমান্তের ওপারে…
অধীর অপেক্ষায়….সেই ভালোবাসা
যেন জীবিত, আহত, আটকা পড়া!
লজ্জার কাঁটাতারে অপমানের পরিখায়
আর আমি অস্তমিত সূর্যের নীচে
সীমান্তের মাঝামাঝি দাঁড়িয়ে…
ভাবছি ফিরে আসব…
নাকি ভালোবাসার সীমান্ত পারি দেব?
কারণ সীমান্তের এপার আমার সবকিছু…
আর সীমান্তের ওপারে
তুমি দাঁড়িয়ে…