প্রেম – ৯
ভালোবাসা, যেন এক সুখের বিস্ফোরক ভরা সবুজ গ্রেনেড।
পাঁজর রক্তাক্তময়
অপ্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষের কাছে আত্মসমর্পণ।
পৃথিবীর তাবৎ মারণাস্ত্র ঢেকে দেয়া যায় ফুলতোলা রুমালে।
গোপন আক্রমণে অন্ধকার থেকে জেগে ওঠে স্মৃতির সমুদ্র,
গুপ্তধন ভালোবাসার প্রকাণ্ড জিরাফের মুখ অভ্রের ধুলো ঝেড়ে নিলে
ঝাউবনের স্বচ্ছতা
সরল আগুনের খিদে
বুকে খোদাই করে রক্তজবা রঙ, ভালোবাসা৷
অন্ধকারের ছোঁড়া পালকের ওড়াওড়ি নেই
দুঃস্বপ্নের আকাশ কেটে ফালি ফালি করে
পাবলো নেরুদার ছুরি
আশ্চর্য সব সোনালী হরফ বসায় ভালোবাসার কম্পোজিটর।
হৃৎপিণ্ডের রক্তক্ষরণ বন্ধ করে শব্দের সুই সুতো
বিশ্বাসের পকেট সেলাই হলে
মজুদ হয় চুমোর অগুণতি স্বর্ণমুদ্রা।
শ্বেত পাথরের দালান ঘেঁষে উজান হাওয়ার হাতছানি
সিঁড়ির উপর উপুড় হয়ে আছে ঝুঁড়ি -ভর্তি ঘ্রাণ ৷
ঘ্রাণের দেয়ালে বসন্ত ব্রীজের নক্শা
ব্রীজের ঠিক মাঝখানে হাওয়ায় ভাসে দু’টি ফড়িং, ভালোবাস
সমুদ্রের রূপোজল ভালোবাসে গাংচিল
বজ্রঝড়ে চিরকাল উড়ে চলে
পাড়ের ঠিকানা জানা আছে তার
শুধু খুঁজে নেয়া বাকি৷
– হৃদি