প্রেম ১
আমার খাটের পাশে চুপচাপ বসে থাকে সমুদ্র পাড়ের ভোর
দ্যুতি-পরা পাখোয়াজ, উচ্ছ্বাস ভরা দৃশ্যের ঝাঁপি খুলতেই
শাখের দরবারি কানাড়া সুর।
চশমার কাচ গেঁথে নেয় তোমার বুকের আতর গন্ধের নির্ভুল প্রুফ।
তুমি বলবে আজগুবি কথার মজলিসে তোমার জন্যে সাজিয়েছি সিংহাসন
তুমি বলবে মিথ্যে বলে তোমাকে ছোঁবার ফন্দি।
মোটেই তা নয়, দেখো
সুখী আলোয় টাঙিয়ে রেখেছি লাল পালকের তাম্র হাতছানি
নিশ্চিন্ত ঘুমের কাজল পরা দীঘি জাগিয়ে রেখেছি বুকে
বাতাসের সাদা শাড়িতে ছড়িয়ে দিয়েছি আশ্চর্য স্বপ্নের চন্দন গন্ধ
তোমার সুখের জন্যে যা-যা প্রয়োজন, সব।
অতন্দ্রিলা ডাকাত অন্ধকারে থাকে জঙ্গলের খিদে,
নিষেধের দাঁতালো ফণা
লোড শেডিংয়ের সুযোগে মেঘের গর্তে ওৎ পেতে থাকে।
ফুস যন্ত্রের ঘুঙুর বাজিয়ে লতাপাতার উদ্যান তছনছ করে
শুধু ধ্বংস, ডানা মেলা গজলের একচালা ঘর
ডুবে যায় ধুলোয়, ধোঁয়ায়, কুয়াশায়৷
আলতা পায়ে দিয়ে আসে নীল খামের চিঠি
বালিশের ওয়্যার কান পেতে শুনে ফেলে লাজুক কথা, মস্করা করে
রোদের কাতান পড়া সবুজ হরফ, সাথে
হাসির এলাচদানা মুখে নিয়ে উল্লাসে কাঁপে ঘর।
আমার খাট ভেসে যাচ্ছে ভোরের সমুদ্র পাড়ে, জলদি উঠো।