দর্শন
তোমার আদর্শের রিলে ধরে,
আমি আরও আদর্শবাদী হতে চেয়েছিলাম।
তুমি তখন আদর্শচ্যুত, ভিন্ন সুন্দরীর কাছে
প্রচণ্ড ভালবেসে অধিকার চেয়েছিলাম;
কুৎসিত মুখাবয়বে ছুঁড়ে দিলে-
এক-খণ্ড ঘৃণার পাথর!
ঠিক তখনই-
হাড়গুলো হলো দেশলাইয়ের কাঠি।
ভালোবাসা আর ঘৃণার অন্তদ্বন্ধে-
হৃদয় ক্ষত-বিক্ষত।
অতি মানবিকতার খাতিরে-
স রে করা হলো।
রিপোর্ট পাওয়া গেল- ক্ষুদে-দর্শন।